কারিগরি শিক্ষার বিকল্প নাই.......
আমাদের দেশে শিক্ষিত বেকারত্বের হার উদ্বেগজনকহারে বেড়ে গেছে। ইকোনমিস্ট এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৪৭ শতাংশ স্নাতকই বেকার। বেকারত্বের সংখ্যা বৃদ্ধির অর্থই দেশের অগ্রগতির ধারাকে প্রতিবন্ধকতার সম্মুখীন করা। যুবসমাজই দেশের প্রকৃত শক্তি। কিন্তু বেকারত্বে এই শক্তির সীমাহীন অপচয় ঘটে। ফলে অমিত এই যৌবশক্তিকে উপেক্ষা করে জাতি কখনও শক্তিশালী ও স্বনির্ভর হতে পারে না, হওয়া সম্ভব নয়। প্রয়োজন সঠিক পরিকল্পনার মাধ্যমে আমাদের এই জাতীয় সমস্যার সমাধান। মূলত দুটি প্রদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের বেকারত্ব দূর করা যেতে পারে :
এক. আমাদের দক্ষ মানব সম্পদের বড়ই অভাব। সরকারী এবং বেসরকারী উদ্যোগে বেকারদের জন্য স্থাপন করতে হবে বেকার # প্রশিক্ষণ_কেন্দ্র । # শিক্ষিত_বেকারদের অর্জিত সার্টিফিকেটের ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয়ে তাদের #প্র্রশিক্ষণের ধরন নির্ধারণ করতে হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থী নিজ নিজ বিষয়ের ওপর অত্যন্ত দক্ষ হবে। সরকার বিভিন্ন দেশের সঙ্গে প্রশিক্ষিত কর্মী প্রেরণের বিষয়ে আলাপ-আলোচনা করে কর্মক্ষেত্র তৈরি করবে। উন্নত বিশ্বে কারিগরি ক্ষেত্রে যে প্ররিমাণ কর্ম খালি আছে, প্রশিক্ষিত মানব সম্পদের মাধ্যমে আমাদের বেকারত্বের হার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। আমরা অদক্ষ জনসংখ্যা রফতানি না করে, #প্রশিক্ষিত এবং #দক্ষ_মানব সম্পদ রফতানি করব। এতে করে বৈদেশিক রেমিটেন্সের পরিমাণ উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। আর যে সকল #প্রশিক্ষিত_বেকার দেশে থাকবে, তাদের জন্য থাকবে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকছেই।
দুই. আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত হওয়ার পর থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা যেতে পারে। সব শিক্ষার্থীর নামধারী বিএ, এমএ পাস করার দরকার নেই। প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের দুই দিক থাকবে। একদল যাবে সাধারণ শিক্ষা ব্যবস্থায় এবং অন্যদল কারিগরি শিক্ষার দিকে। কারণ প্রযুক্তিতে ভাল কিছু করতে হলে তার পরিচর্চা ছোটবেলা থেকেই করতে হবে। আমাদের দেশে দেখা যাচ্ছে যারা এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে, তারাই যাচ্ছে #কারিগরি_শিক্ষার পথে। এটা আদৌ গ্রহণযোগ্য হতে পারে না। বরং #কারিগরি শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের বেশি আসা প্রয়োজন ছিল। এজন্যই প্রাথমিক পরীক্ষার পর যারা কারিগরি শিক্ষায় যাবে, শুধুমাত্র তাদের থেকেই পরবর্তীতে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। বলাবাহুল্য কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন মানুষ কখনও বেকার থাকে না এবং উপার্জনও বেশি করে। কারিগরি শিক্ষাই একমাত্র উপায় যার সাহায্যে শতভাগ শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব।
-সুত্রঃ দৈনিক জনকন্ঠ
No comments:
Post a Comment