Visitor Counter


hit counter

Translate

বর্তমান যুগ হলো তথ্য ও প্রযুক্তির যুগ। প্রযুক্তির এই যুগে প্রতিটি মানুষেরই তথ্য ও প্রযুক্তি তথা কম্পিউটার এর উপর দক্ষতা অর্জন করা জরুরী। কেননা প্রতিযোগীতার এই যুগে প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার জানা অত্যাবশ্যক। চাকুরীর বাজারে লক্ষ্য করা যায় যে, অন্যান্য ডিগ্রি অর্জনের পাশাপাশি কম্পিউটার জানা প্রার্থী চাওয়া হয়, সেই ক্ষেত্রে যত ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করা হউক না কেন কম্পিউটার জানা না থাকলে আবেদন করা দুরুহ।

এস.এস.সি পরীক্ষার্থীদের বিশেষ অফার
এস.এস.সি (ভোক.) পরীক্ষার্থীদের বলব তোমরা যারা পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায় বসে থাকবে তারা অবসর সময় কম্পিউটারের উপর দক্ষতা অর্জন কর এবং নিজেকে আগামী দিনের তথ্য ও প্রযুক্তির কর্মী হিসাবে যোগ্য করে তোল। তাছাড়া তোমাদের নবম ও দশম শ্রেণির কম্পিউটার পুস্তকটিতে যে আলোচনা করা হয়েছে তা অতি সামান্য। তদুপরি তোমাদের সপ্তাহে ১ দিন ক্লাস হয় বিধায় পরের সপ্তাহে আর স্মরণ থাকে না। তোমাদের এই কথাগুলি চিন্তা করে গ্রাফিক্স পয়েন্ট তোমাদের জন্য সময় উপযোগী ও অতি অল্প খরচে ৩ (তিন) ধরণের কোর্স চালু করা হয়েছে।
শুধু মাত্র এস.এস.সি ছাত্র-ছাত্রীদের জন্য এই অফার প্রযোজ্য

No comments:

Pages