কারিগরি
শিক্ষার বিকল্প নাই.......
আমাদের
দেশে শিক্ষিত বেকারত্বের হার উদ্বেগজনকহারে বেড়ে গেছে। ইকোনমিস্ট
এর প্রতিবেদনে
উল্লেখ করা হয়, বাংলাদেশের ৪৭
শতাংশ স্নাতকই বেকার। বেকারত্বের সংখ্যা বৃদ্ধির অর্থই দেশের
অগ্রগতির ধারাকে প্রতিবন্ধকতার সম্মুখীন করা। যুবসমাজই
দেশের প্রকৃত শক্তি। কিন্তু বেকারত্বে এই শক্তির সীমাহীন
অপচয় ঘটে। ফলে অমিত এই যৌবশক্তিকে উপেক্ষা করে জাতি কখনও শক্তিশালী ও
বনির্ভর হতে পারে না, হওয়া সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার বিকল্প নাই.......
*
৩ মাস ও ৬ মাস মেয়াদী বেসিক কম্পিউটার (অফিস এপ্লিকেশন)
** গ্রাফিক্স ডিজাইন কোর্স (৩/৬ মাস মেয়াদি)
*** অভিজ্ঞ ও প্রফেশনাল ট্রেইনার দ্বারা ক্লাস পরিচালনা।
ময়মনসিংহের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে
যাচাই করে তারপর ভর্তির
সিদ্ধান্ত
নিন। আমরা আশ্বস্ত করে বলতে পারি
অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানে অধিক প্রফেশনাল কাজ শিখতে পারবেন। কোর্স শেষে কারিগরি শিক্ষাবোর্ড থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
আসন সংখ্যা সীমিত।
গ্রাফিক্স পয়েন্ট
[কম্পিউটার ট্রেনিং সেন্টার]
আজমাইন খান ভিলা, জুট মিল মাঠের পূর্ব দিকে[কড়ই গাছ],
চরকালীবাড়ী,
ময়মনসিংহ। প্রয়োজনেঃ ০১৬১৭৮৫২৬১১, ০১৬১৭৮৫২৬১২
No comments:
Post a Comment