Visitor Counter


hit counter

Translate

Office

অফিস কোর্স এর প্রথম যে জিনিসটি শিখতে হয় তা হল মাইক্রোসফট অফিস ওয়ার্ড । এই প্রোগ্রামে আপনাকে প্রথমে যা শিখতে হবে তা হল কম্পিউটার টাইপিং অর্থাৎ কোন লেখাকে প্রসেসিং করে কম্পিউটারে লিখা।
এখন আমি কম্পিউটারে সহজ পদ্ধতিতে টাইপ করার বিষয়ে আলোচনা করবঃ
টাইপ শিক্ষণ সহজ পদ্ধতি
এম. এস ওয়ার্ডের সাহায্যে ওয়ার্ড প্রসেসিং এর সমস্ত কাজ করা যায়। কিন্তু আপনার টাইপের গতি যদি খুব কম হয় তাহলে সমস্ত চেষ্টাই বৃথা। আপনি কম্পিউটারের অনেক কিছুই জানেন অথচ টাইপের গতি খুব কম হয় তাহলে আপনাকে কম্পিউটার সম্পর্কে অনবিজ্ঞ ধরে নেওয়া হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী পাওয়া দূষ্কর হবে। আর এই সমস্যা দূর করার জন্য প্রয়োজন বেশী বেশী টাইপ করা, প্রথমে সবার কাছেই টাইপ করতে সমস্যা হয় কিন্তু নিযমিত টাইপ করলে সমস্যা দূর হয়ে যায় এবং টাইপের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে তবে একটি বিষয বিশেষভাবে লক্ষণীয় যে আমরা নতুন করে যখন টাইপ শিখবো তখন যে আঙ্গুলের জন্যে যে “কী” বরাদ্দ করা হয়েছে ঠিক সেই আঙ্গুল দ্ধারা সেই কী চাপবো। নিচে কী-বোর্ডের কী গুলোর ব্যবহার দেখানো হল-
আজকে এই পর্যন্তই। আজকে যা দেখালাম তা ঠিকমত দেখে বুঝে করতে পারলে আশা করি আপনার ইংরেজী টাইপিং কম্প্লিট হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভাল থাকবেন।
"খোদা হাফেজ"

No comments:

Pages