Visitor Counter


hit counter

Translate

কম্পিউটার নিয়ে কিছু কথা......

► কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।
► আধুনিক কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।
► বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল- ENIC.
► এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
► কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
► কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
►পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
► কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
►বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
► ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
► ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
► ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
► HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
► কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
► উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
► কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
► আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ।
► OCR হল Optical Character Recognition.
► চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
► OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
► MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়।
► IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।
► বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
► কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।
► মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।
► সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।
► মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।
► প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।
► কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।
► পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা।
►কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল- হার্ডওয়্যার ও সফটওয়ার।
► কম্পিউটার হার্ডওয়ার হল কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
► কম্পিউটার ভাইরাস হল- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
► বিজয় অভ্র হল- বাংলা লেখার সফটওয়ার।
► ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
RAM হল Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
► কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে- ইন্টারনেট।
► মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন- গুগল
► WWW হলো- World Wide Web.
►১ বাইটে বিটের সংখ্যা ৮।
► মডেম হলো ইন্টারনেটের সংযোগ মাধ্যম।
► ১ কিলোবাইটে বিটের সংখ্যা 1024।
► E-mail হলো ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।
► বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে- ১৯৬৪ সালে।
► CPU হলো Central Processing Unit.
► হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।
► বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়- পরমানু শক্তি কেন্দ্র।
► 3G বলতে বুঝায়- Third Generation.
► প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- অ্যাডা অগাষ্টা।
► কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তি কাজের জন্য।
► UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।
► কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
► ক্যাসপারস্কি হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।
► কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.
► কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড।
► কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত সংখ্যা হলো- বাইনারী পদ্ধতি।
► কম্পিউটার মাউসের জনক কে? – ডগলাস এঙ্গেলবার্ট।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে? – ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী? – হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয়? – নাইক্রোম তার।
► কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষার নাম কি? – FORTRAN
► মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কবে? – ১৯৭১ সালে।
► প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় কবে? – ১৯৬৯ সালে।
► সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম কি? – Intel 4004

No comments:

Pages